নির্লিপ্ত কোমলগান্ধার — বিবেকানন্দ মণ্ডল
নির্লিপ্ত কোমলগান্ধার
— বিবেকানন্দ মণ্ডল
কি চাও বলতে ?
এমন নির্লিপ্ত কোমলগান্ধারে … ?
নির্লিপ্তির ভিতরেও পাতাকাঁপা শিহরণ থাকে ।
গাছেদের কথার সুবাদে এখন আমি
কিছুটা নারীর মন বুঝতে পারি ।
তোমাদেরও কথার গভীরে অনেক কথা লুকানো থাকে ;
নীরবতার ওপিঠে আরো অনেক অনেক ভাষা —
আলমারির ভিতরে, সিন্দুকের গভীরে,
কৌটোর অন্তরে যত্নে রাখা গহনার গায়ে
যেমন অনেক ভালোবাসার গোপন কথা লুকানো থাকে…
আমিও এখন ডালে বসে
ঠারে ঠোরে
পাখিদের মতো গাছের মন বুঝতে পারি ;
দু-এক কলি কথাও বুঝি…
কি বলতে চাও ?
এমন পাতাকাঁপা নির্লিপ্ত কোমলগান্ধারে … ?
বোলোনা থাক ,
শব্দকে আজ মুক্তি দিলাম
তোমার আমার মাঝখান থেকে
তোমাকে নিভৃতে পাঠ করতে করতে বুঝেছি
নীরবতাই ভাষার অধিক কথা বলে …