এ আষাঢ় তোমাকে দিলাম ——– শৈবাল সরকার

এ আষাঢ় তোমাকে দিলাম
———————————–
শৈবাল সরকার ,

এ আষাঢ় ,এ বারি ধারা অবিরল-
এ ভরা নদী এ ভেজা বাতাস ,
এ কদম ফুল ,এ জমা জল –
এ সূর্য হারা আকাশ এ মেঘ চলমান ,
আমি তোমাকে দিলাম –
এ যৌবন উচ্ছল, এ প্রেম বাঁধ ভাঙ্গা অবিকল –
এ আবেগ দুর্বার ,এ চাওয়া অপার –
এ হৃদয় এ সৌরভ ভালবাসার ,
এ পাখির কূজন এ শিশুর কলরব ,
এ সারি বাঁধা বকের দল ,
আমি তোমাকে দিলাম –
এ রাত এ প্রভাত ,
এ জীবন এ সব আয়োজন ,
এ ভবঘুরে মনের ঠিকানা –
আমি শুধু তোমাকে দিলাম ;
এ চাতক অপেক্ষা এ মনের তৃষ্ণা ,এ অনেক বাসনা -এ আসা যাওয়া ,
এ পাওয়া এ না পাওয়া ,
এ ধরণীর সব সবুজ ;
আমি তোমাকেই দিলাম –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *