অধিকারের প্রশ্ন —— শুভা গাঙ্গুলী
অধিকারের প্রশ্ন
শুভা গাঙ্গুলী
একটা কবিতা দিলাম
পছন্দ হলে কোথাও ছাপাও
জানতে মন চায়,
অধিকারের চরম সীমা কোথায় শেষ হয়,
অধিকারের বৈধতা ঠিক কত
অধিকারের যোগ্য জবাব মত,
কোন সে সঠিক সময় যখন যোগ্যতা জন্মায়,
অধিকারের মাপকাঠিটি ঠিক
কার জন্য কোন সময়ে আওয়াজ তুলে আছডে পড়ে পথে,
রাজপুরোহিত সবটা শুনে,শান্তভাবে বসেন উচ্চরথে,
রায় দেন তাঁর নির্ধারিত পথে,
কীটপতঙ্গ সবুজ বনানী অধিকার আছে তারও
সুস্থ বাঁচার , জীবিত থাকার , জলে স্থলে মাটির পরেও,
ছোট্ট শিশুর আছে অধিকার
মেডিসিন আর সুস্থ খাবার
কিশোর চলেছে রোজগারে মতি
অধিকার তারও জীবনে প্রগতি
কেন সে হবে অধিকার বঞ্চিত,