এমনি কিছু পোকামাকড়.. ——— গৌতম চট্টোপাধ্যায়
এমনি কিছু পোকামাকড়..
——————————-
গৌতম চট্টোপাধ্যায়
————————
কাল রাতের অন্ধকারে পেছনের জঙ্গল দিয়ে
আসার পথে পাশের গলিতে যে বিষধর সাপ’টিকে
দেখতে পেয়ে তাড়া করেছিল কিছু মানুষ, ও
পাথর ছুঁড়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল খুব,
সে খানিক হিংস্র ও আহত হয়ে মুখ লুকিয়েছিল
সামনের ল্যাংড়াবাবুর মস্ত দালানের ড্রয়িংরুমে,
তাকে আজ আর দেখেনি কেউ!
সক্কাল সক্কাল ড্রয়িংরুমে ল্যাংড়াবাবুর খুলে রাখা
নকল পায়ের আশেপাশে মরে পড়ে থাকা
বহু পোকামাকড় ও সার দিয়ে মরে পড়ে থাকতে দেখা বহু পিঁপড়েকে দেখে ল্যাংড়াবাবুর চাকর
খানিক বিস্মিত ও নির্বাক হলেও ঝাড়ু মেরে,
কুলোয় উঠিয়ে ফেলে এসেছে পাশের নর্দমায়..।