স্বপ্ন পুরুষ — স্বপ্না সাহা
স্বপ্ন পুরুষ
স্বপ্না সাহা
বেশ তো ছিলাম আমাকে ঘিরে থাকা
পরিপাটি সাজানো সংসারে।
যেখানে ভোরের আলোর প্রবেশ ছিল বারণ,
যেখানে মুক্ত বায়ুর প্রবেশের নিষেধাজ্ঞা ছিল।
হাসি গল্প আনন্দ কেউ যেন
মিলিমিটারে মেপে রেখেছিল।
এমনি করে দিন যাচ্ছিল কেটে।
আমার বন্ধ জানালা দিয়ে যেটুকু আলো
আমার চোখ ছুঁয়ে দিত
তাতেই এক বিষ্ফোরণ ঘটত আমার চোখে।
আমি তখন মুক্ত পাখি হয়ে
উড়ে যেতাম মুক্ত আকাশে।
যেখানে একদিন দেখা হল তোমার সাথে।
তোমার পুরুষালি বজ্র কঠিন অবয়বের
প্রেমে পড়েছি কতবার।
এক বুক আকাঙ্ক্ষা দিয়ে তৈরি করেছি তোমায়,
নাম দিয়েছি স্বপ্ন পুরুষ।
আমার স্বপ্ন পুরুষ যেদিন আমায়
প্রথম ছুঁয়ে দিল, আমি তখন
উচ্ছ্বল এক নদী হয়ে উঠলাম।
যেদিন প্রথম আমার কানে কানে
ভালোবাসার কথা বলেছিল,
সেদিন আমি হয়ে উঠলাম
স্বপ্নের দোয়েল পাখি।
যেদিন আমার হৃদয়ের ধুকপুকানি
কান পেতে শুনেছিল,
সেদিন আমি নতুন করে বুঝলাম–
আকাশের রঙ গাঢ় নীল,
পাতার রঙ গাঢ় সবুজ,
আর আমার মনের রঙ রামধনু।
প্রতিটি মেয়েরই এক স্বপ্ন পুরুষ থাকে,
যারা মন ছুঁয়ে মনকে
রামধনু করে তোলে।।