“বাতাসে ছড়ানো পরাধীনতার বিষ” —- মোঃ আব্দুল মারুফ মিঞা
“বাতাসে ছড়ানো পরাধীনতার বিষ”
মোঃ আব্দুল মারুফ মিঞা
চোখের সামনে ছটফট করছে একটি পাখি
খাঁচায় বন্ধী চক্ষু রক্তবর্ণ তার
পরাধীনতার ভেলায় চড়ে হতচকিত
স্বাধীনতাকে খোঁজার জন্য!
বৃক্ষহীন শহরের ডাক আসে
পরাধীনতার মহীরুহ জেগে ওঠে
বাতাসে অক্সিজেনের মাত্রা কমে ,কার্বন ডাই অক্সাইডের মাত্রা যাচ্ছে বেড়ে। আর শুকনো পাতায় স্বাধীনতার সুর ভেসে আসার মত আরব সাগরের ঢেউয়ে ভেসে আসে।
বুকের রক্ত ছলকে ওঠে!
তবুও ফুলে ফুলে ওঠে মুক্তির স্রোত।
ভূ-মন্ডল আজ তোলপাড় করে তোলে গর্জে ওঠে সাত সমুদ্র
শুরু হবে নতুন ভাবে ইতিহাস!
পর্যায় সারণিতে বাঁধা মৌল গুলির মত
কালজয়ী স্বপ্ন আজ চোখের সামনে রঙিন আলোয় ধরা দেয়………
অস্থির হাড়মজ্জা কথা বলে ওঠে__
একটা ধারালো ইস্পাতে আমার দেহ
এখন এফোঁড়-ওফোঁড় হয়ে চলেছে!