অধরা — কৃষ্ণা রায়
অধরা
কৃষ্ণা রায়
——–
অসমাপ্ত কথারা
দূরত্ব মাপতে মাপতে
ক্রমশ…
তবু
স্তবদ্ধতার বুকে
চুপ কথাদের বার বাড়ন্তে
মেঘেদের জমায়েত-
মন কেমনে
বিকেলের পড়ন্ত বেলায়
চিলতে রোদের বুকে
তখন ছায়াদের অতীত কথা…
একদিন
পরিণত আলোয়
গাছেদের সবুজ সংসারের কোটরে
পাখি বুনেছিল ভালোবাসা
খুব গোপনে…
পাগল হাওয়া কথা দিয়েছিল
সব মেঘ উড়িয়ে আজীবনের সঙ্গী হবে…
মনকথারা অবিরাম আলপনা আঁকবে নদীর বুকে
তারপর
নৈঃশব্দে খিল এঁটে
কথারা দোর বন্ধ করল
ওদের এখন শীত ঘুম
একটি একটি করে পালক খসে
পাখি নিঃস্ব হ’লো
কোনদিন ও ফিরে আসে না
পেরিয়ে যাওয়া সুখ
তবু প্রতীক্ষা…
ও বাতাস
ফিরিয়ে দিতে পারবে ফাল্গুনী রাতের
কবিতা
কিংবা চৈতী দুপুরের কৃষ্ণচূড়া শব্দ…
সাধ করে পলাশের রং চুরি করে
গোলাপ হয়েছ রক্তাক্ত
সময়ের বেরঙিন ডানায়
তাই
হৃদয়ের রং আজ বড্ড ফিকে
তবুও
অবাধ্য মন নাছোড়বান্দা
কেবল রং খোঁজে আগুনের কাছে।
ফিরে এসো পাগল হাওয়া…