নৈঋতকোণে কৃষ্ণচূড়া গাছটি —- মালা চ্যাটার্জ্জি
নৈঋতকোণে কৃষ্ণচূড়া গাছটি
মালা চ্যাটার্জ্জি
১৮,৫,২০২১
বাগানের নৈঋতকোণে টুকটুকে লাল ফুল নিয়ে
কৃষ্ণচূড়া গাছ দাঁড়িয়ে আছে।
গাছখানিতে বাগানখানি সুন্দর অপরূপ হয়,
রূপ ঝরে বাগানের ঘাসের গায়,
পাখি ঠোঁটে শব্দ তরঙ্গ তোলে।
সেটুুকুতে এখানে-ওখানে আনন্দ ঝরে।
হলুদ বিকেলে সবুজডালে বৌ কথাকও ইতিউতি চায়।
দেখে কি ভালোবাসার জন্ম হয়!
কবিতা শুধু বাঁক নেয়, আঁচড়ে শব্দতরঙ্গ ঝরে।
তুমিও তো দেখেছো দু‘চোখ ভরে
গাছখানি অপার ঐশ্বর্য দিয়েছে বাগানে ভরে।
তবু কেবলি চোখ রাখি, দূর থেকে দূরে
আরও দূরে দৃষ্টিখানি চলে চলে যায়।
অপরূপ গোধূলিবেলায় রাঙা কোলাহল জোটে
ঠিক নৈঋতকোণে।
সেখানে হাসিমুখে থাকে চাঁদ, তারপর
রূপকথারা থাকে, রূপকথায় আলোর প্রাসাদ।
তার মাঝে কথাকলি চাঁদ এ হৃদে
এক আকাশ গল্প বয়ে আনে।
স্বত্ব সংরক্ষিত@ মালা চ্যাটার্জ্জি