ন হন্যতে……. সুধন্যা
ন হন্যতে…….
সুধন্যা
বিবর্ণ বিস্ময়ের মতো একে একে খুলে পড়ছে শরীর নদীর আভিজাত্য…
চোখের কোলে জমে থাকা অভিমান….
টানটান ক্লিভেজে মুখ লুকানো শিথিল ক্লান্তি….
দিনের শেষে একবার পরখ করে নেওয়া জয়যাত্রার গৌরব…
অটুট নিপুণ অহমিকা ঝরে পড়ে ,টুপটাপ….
বালিশের ওই নিভন্ত কোণটা বড্ড নিজের মনে হয়….
ভালোবাসা… খুব চেনা শব্দ… হ্যাঁ হ্যাঁ ,মনে পড়ছে, নম্বর পেতে হলে পড়তে হয়….
মাশকারার একঘেয়ে বিসর্জনে আবারো সামাজিক অনুপ্রবেশপত্র কুড়ানো….
অনেক দূরে ,কোথাও বৃষ্টি পড়ছে….
অভিমানী কিশোরী ঠোঁট ফুলিয়ে পা ছড়িয়ে ভিজুক আজ….
এইটুকু অবৈধতা বৈধতা পাক!