তুমি ও আমি — দুলাল কাটারী

তুমি ও আমি
দুলাল কাটারী

অর্থাৎ আমরা পরের জন্মেও আর-একবার একটা হিংস্র জানোয়ারের প্রেমে পড়বো;
যাকে আমার মন,শরীর সব চোখ বন্ধ করে অর্পন করে দেবো।
সে বীভৎস থাবা,নখ আর বিষাক্ত মন দিয়ে আমার শরীর ও মন কে ক্ষত বিক্ষত এবং বিষাক্ত করে তুলবে।
সে আমাকে ভালোবাসার উপহার হিসেবে
জীবন = কয়েক টুকরো ভাঙা মন+ একটা ঘুণধরা শরীর -এই সমীকরণটা উপহার দিয়ে বলবে
‘যদি সমাধান করতে পারো তাহলে একদিন ভোর রাতে আমার স্বামী যখন থাকবে না চুপিচুপি আমার বেডরুমে আসবে আর উত্তরটা বলবে আমার কানে কানে।’

আমি উত্তর খোঁজার হাজার চেষ্টা করে ব্যর্থ প্রমানিত হয়ে মাদকাসক্ত হয়ে পড়বো…
মাদকাসক্ত আমাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে
একদিন আমার মৃত বাবা আমাকে জুতোপেটা করতে করতে তুলে আনবে আর বলবে ‘পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক, মিথ্যেবাদী, স্বার্থপর ও ক্ষতিকর ব্যক্তি হলো প্রেমিকা, প্রধানমন্ত্রী ও প্রতিবেশী। কত বার বলেছি না ওদের থেকে সাবধান।’

তারপর… তারপর…
ও হ্যাঁ! মনে পরেছে, তারপর আমি একটা গীটার কিনবো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *