ফল্গুভাষা বিবেকানন্দ মণ্ডল
ফল্গুভাষা
বিবেকানন্দ মণ্ডল
প্রকাশবেদনা আমাদের সবার আছে
অথচ ঠোঁট ফুটে বলা হলনা যে জলকথা
অন্তঃসলীলা প্রেম হয়ে কেবলই পাড় ভাঙে ।
যে মানুষ মাটি চেনে সেই শুধু বোঝে
সম্ভাব্য ফসলের অবদমিত এইসব মাটিকথা ।
অন্যথায় সবটুকু , পতিত জমির অক্ষরবিহীন পরিভাষা…
জলের থেকেও নরম হয় কখনো পাথরের বুক ।
তরল ছন্দে ঠোঁটে ছেনি ধরে জলেরা লিখে যায় যেটুকু বেদন
তাই নিয়ে পাথর শুধু ভেতরে ভেতরে ভাঙে।
যে মানুষ পাথরের বুকে জললিপি বুঝে ফেলে
সেও পাথরের মতো ভীষণ নরম ।
ফল্গুনদীর বুকে পাথুরে ভাষা সরিয়ে দেখো
উপচানো চোখে তরল প্রেমের গীতধারা খুঁজে পাবে ।