একটা নির্বাচন কলমে স্বপ্না সাহা
একটা নির্বাচন
কলমে স্বপ্না সাহা
একটা নির্বাচন-
হাজার হাজার প্রতিশ্রুতির বন্যা।
টিভিতে, খবরের কাগজে, লোকের মুখে মুখে,
প্রতিশ্রুতিরা ঘুরে বেড়ায়।
প্রতিশ্রুতিরাও নিজেদের মধ্যে লড়াই করে।
কার মনে কতটা দাগ কাটল তার লড়াই।
মানুষের মন তো কোমল,
তাই কোন না কোন প্রতিশ্রুতিকে হৃদয়ে স্থান দেয়।
আর ঠিক তখনই প্রতিশ্রুতিরা জিতে যায়।
চুপিচুপি অট্টহাসিতে ফেটে পড়ে,
কারণ কিছদিন বাদেই তা ভেঙে খান্ খান্ হবে।
একটা নির্বাচন—
কত রকমের অঙ্ক কষা, ছক কষা,
সব কিছু মেপে মেপে কষে কষে চলে।
একটি বেহিসাবী পদক্ষেপ-
ব্যাস সে নিশ্চিহ্ন হয়ে যাবে।
দলে দলে কাদা ছোড়াছুড়ি, সব উপেক্ষা করে
মানুষ তার লক্ষ্যে পৌঁছে যায়।
আর বোকাবাক্সে লেখা হয়
কারো কারো ইতিহাস জয়ের কথা।
একটা নির্বাচন–
সাধারণ মানুষের মন ছুটে চলে
এ প্রান্ত থেকে অন্য প্রান্তে।
শুধু আশা, হয়তো তাদের ভাগ্যে
এবার কিছু ভালো হবে,
কারণ মানুষের মন তো বোকা বাক্সের মতো।
জিতে যাওয়া, জিতিয়ে দেবার ইতিহাস
এই সাধারণ মানুষগুলোই রচে।
আর তারাই তারপর সবথেকে উপেক্ষিত হয়।
একটা নির্বাচন–শুধুই কি প্রহসন??