#কবিতা কাস্তে চাঁদের_আলোয় #কলমে অসীম মজুমদার
#কবিতা কাস্তেচাঁদের_আলোয়
#কলমে অসীমমজুমদার
চাঁদনি কয়েকটা রাত, তা সে পূর্ণিমা নাই বা হল
সব রাতে তো পায় না সবাই পূর্ণ চাঁদের আলো,
প্রেম কি শুধুই চুঁইয়ে পড়ে পূর্ণ চন্দ্র থেকে !!!
কাস্তে চাঁদও জ্যোৎস্না ছড়ায় তোমার ছোঁয়া মেখে।
যায় থমকে সময় যখন হালকা চাঁদের আলোয়
খুব চেনা সুর গুনগুনিয়ে শোনাও মন্দ ভালোয় –
তোমার, ডান হাতটা কাটে বিলি আমার অল্প চুলে
বুকভরা সব দুঃখগুলো, এক নিমিষেই যাই ভুলে।
ছেড়ে গেছো একলা আমায়, পৃথিবীর নিছক মায়ায়
বহু দিনের অভ্যাসে আর তৃপ্ত ভালোবাসার ছায়ায় –
অপেক্ষাতেই কাটাই প্রহর, সাজিয়ে ফুলের সাজি
কাস্তে চাঁদের আবছা আলোয় তোমার হতে রাজি।
মাঝে মাঝে হঠাৎ আসো, দাঁড়াও আমার পাশে
অনুভবে পাই তোমায় খুঁজে, চোখে স্বপ্ন নেমে আসে –
চোখ মেললেই হারিয়ে ফেলি, আবছা আলোর মায়ায়
চেনা গানের গুনগুন সুর, ভাসতে থাকে হাওয়ায়।
মায়াজালে বেঁধেছ কোন বিশ্বাস অবিশ্বাসের ধাঁধায়
বাকি কাস্তে চাঁদের রাত্রিগুলো অপেক্ষাতেই কাঁদায়,
কাটাই কত বিনিদ্র রাত তোমার ছোঁয়ার আশায় …
চাঁদও ক্রমে পূর্ণতা পায়, অন্য প্রেমিকের ভালোবাসায়।।