ঈপ্সিতা ******** রচয়িতা – বরুণ মাইতি
শিরোনাম – ঈপ্সিতা
********
রচয়িতা – বরুণ মাইতি
————————————-
যার অস্তিত্ব প্রমাণ করতে শব্দেরা ঘামে ভিজে যায় ….
বৈশাখী রোদ এসে উঁকি দিয়ে বলে যায় ….
কার জন্য কর এ মিথ্যা স্বপ্নচয়ন !
নোনাজল ধারণ করে স্বেদক্ষরণে কর কান্নানিবারণ ।
সময়ের হাটে বাজারে ঝোলা হাতে কলম দিয়ে
খোঁচা মারলে কি প্রেম আপনা আপনি এসে যায় ….
কবি তোমার প্রেমের অস্তিত্ব ও আজ মূল্য চায় !
…. অর্থ নয় ! তোমার কলমের ভাঙা হৃদয় ।
যার জন্য তুমি জন্ম হতেই শব্দচাষা !
বুকের মাটিতে গেঁথে রাখো লাঙলের ভাষা ।
আমি দূর থেকেই শুনব তোমার সেই বিরহ গাঁথা ….
বৈশাখী রোদ হয়ে বলে যায় আমার ঈপ্সিতা ।