সম্পাদকের কলমে কিছু কথা —সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।
সম্পাদকীয়
এই সংখ্যায় লিটিল ম্যাগাজিন থেকে ওয়েবসাইট ম্যাগাজিনের আলোকপাত করার কথা দিয়েছিলাম। সাথে ভেবেছিলাম শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্তোৎসবের কিছু কথা।
আমি খুবই দুঃখিত আমার বউমার অফিসের সিনিয়ার প্রোজেক্ট ম্যানেজার হঠাৎ করে আজ চলে যায়, এর আগে আর একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা চলাকালীন তার সুস্থ স্ত্রী হঠাৎ মারা যায়, একই প্রোজেক্টে ইজিপ্টে অনেকদিন আমার বউমা এদের সাথে কাজ করে এসেছে। বিক্ষিপ্ত এমন ঘটনা ঘটেই চলেছে, বাড়ির সদস্য না হলেও এরা কারো মা, বাবা, সন্তান।
ভারাক্রান্ত মন নিয়ে আজ এই পর্যন্ত… কামনা করি সবাই সবার মতো ভালো থাকো, ভালোবাসায় থাকো এবং রাখো।
সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।