জানালা ——- ঝুমা মজুমদার চৌধুরী
জানালা
ঝুমা মজুমদার চৌধুরী
দক্ষিণের বারান্দা তোমাকে দিলাম
নৈঋত, বায়ু, অগ্নি সবটুকু দিয়ে দিলাম
ঈশান কোণের এই জানালা টা শুধু
আঁকড়ে ধরি
আকাশবাড়ী , উঠোন দেখ কত পরিপাটি
গোছানো আলমারি
কালোজিরে, কাসুন্দি রাখা আছে তাকে
ফ্রিজে ঠাসা আনাজ তরকারী
একটু খানি আখর অবসর
এটুকু হবে না আমার !
এখানে এলে যুদ্ধ থেমে যায়
তথাগত , তোমাকে রেখেছি
ঈশান কোনের এই জানালায়
এখানে এলে বৈরাগ্যের ছোপ ধরে
আমার সব কামনায় !
এখানে এলে আমি দইওয়ালার অমল
সুর ঝরে , ব্যথা সারে
ঝিরঝিরে নদীতে জোয়ার আসে
হাসনুহানা কেঁদে কেঁদে আবার হাসে
ঈশান কোণে একটুখানি ছেঁড়া আমি
এটুকু দেবে না !
চুপ করে থাকে পুত্র, কন্যা , স্বামী
তথাগত ! বড় কঠিন তোমার পথ
সবাই কী পারে !
সবকিছু ঝেড়ে ঝুড়ে দেখি
অপত্য স্নেহে বুক টনটন করে