কবি বনাম বিদূষক © অরিন্দম দেব
![](https://www.dinajpurdaily.com/wp-content/uploads/2021/02/8026b95536c419ea8f4091621d9bee45.jpg)
কবি বনাম বিদূষক
© অরিন্দম দেব
এমন বোধহয় নয়!
মুগ্ধবোধ কি ব্যকরণের
নিয়ম ভাঙা যে কারণের
কাব্য ছড়া লেখা কঠিন, কিম্বা তাতেই ভয়
এমন বোধহয় নয়!
আর হঠাৎ যদি ছন্দে নতুন
জাগায় মনে নবীন সে ধুন
কলম ধরে পাল্লা দিতেই গেয়ে ফেলি গুনগুন
অামার ভালো লাগলেও সে
ওই প্যারোডির রূপ নেয় যে
কালজয়ী সেই তোমার লেখা, হয় মোর কলমে খুন!
তাতে তোমার কি যায় আসে
আমার লেখায় সবাই হাসে
জাত কবি আর বিদূষকের, হয় কভু মিশ্রন?
দিব্যি তবু কলম ধরে
মগজ থেকে খাতার পরে
খসখসিয়ে লিখেই চলি, যা লেখবার নয়!
হঠাৎ শেষ পড়ে দেখি
হায়গো আমি লিখছি সে কী?
বিতর্কিত এমন বিষয়, যা তো ছাপার নয়!
সব কবিদের দশা একই?
তা আমার জানা নয়!
তবু জানি, লিখবো বটেই সময় অসময়!
নাঃ! এমন বোধহয় নয়!