৭২ এর গল্প তুলি মুখার্জি চক্রবর্তী
৭২ এর গল্প
তুলি মুখার্জি চক্রবর্তী
ব্রিটিশদের সাথে লড়াই করে দেশ স্বাধীন করার সব সৈনিকদের প্রতি অটুট শ্রদ্ধা জানাই 🙏 🙏
হুটার লাগানো ঝাঁ চকচকে গাড়ি সওয়ার নিয়ে দুর্মর গতিতে রাজপথ ধরে চলে, ফুটপাথে ধোঁয়া ওঠা উনুনের পাশে গড়াগড়ি খায় পথশিশু, ‘গণতন্ত্র’
রাস্তার দুদিকে সাজানো জাতীয় পতাকার শিকল। তার থেকে খুলে পড়ে যাওয়া তিরঙ্গা ডানহাতে নিয়ে হাসিমুখে দৌড়াতে থাকে অপুষ্টিতে ভোগা বাচ্চারা, ‘গণতন্ত্র’
সিগন্যাল লাল হলে ভাড়া করা বাচ্চা কোলে মা দাঁড়িয়ে পড়া এসি গাড়ির জানলায় টোকা দিয়ে ভিক্ষা চায়, উস্কোখুস্কো চুল অভুক্ত শিশু বাড়িয়ে দেয় হাত কিছু পাবার আশায়, বৃহন্নলারা সাজ গোজ করেই সাহায্য চায়, ‘গণতন্ত্র’
মাইকে দেশাত্মোবোধক গান আর জাতীয় পতাকা ওড়ে সব মোড়ের মাথায়, রিক্সা নিয়ে ভাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সব রিক্সাওয়ালা বুঝতে পারে, ‘গণতন্ত্র’
সারা বছর বাবু ঘরে বাসন মাজে, কাপড় কাচে, রান্না করে যারা, দুদিনের ছুটি নিয়ে তাদের দিঘা ঘুরতে যাওয়া,’ গণতন্ত্র’
ছুটির দিন তাই সব পার্ক, সিনেমা হল ভর্তি কিশোর কিশোরী, যুবক যুবতী, দিন ঢলা বৃদ্ধ বৃদ্ধা, সবাই প্রেমিক প্রেমিকা…. রঙিন প্রজাপতির মতো…’ গণতন্ত্র’
ঝোপড়ার পাশে দাঁড় করানো কয়েক লক্ষ টাকার বাইক,ভদ্রলোক মালিক রাতের অন্ধকারে এসেছেন সমাজে ব্রাত্যর শরীর উপভোগ করতে, ‘গণতন্ত্র’
বৌয়ের কাছে ভালো সেজে থাকা ‘পুরুষ’ অনেক রাত পর্যন্ত ‘মহিলা’ বান্ধবীদের সাথে শরীরী আলাপে বা ভিডিও কলে শরীর দেখায় অনেকটা সময় ব্যয় করতে পারে, ছুটির আমেজ চেখে, ‘গণতন্ত্র’