#এই অবেলায় #শিপ্রা দে
#এই অবেলায়
#শিপ্রা দে
৫\১\২০২০
অনেক কিছু ছিল বলার
যদি তুমি শুনতে
অনেক পথ ছিল চলার
যদি এ’হাত ধরতে ।
কতো কিছু দেবার ছিল
যদি ভালোবাসতে
প্রেম সাগরে ডুব দিয়ে যে
যদি কাছে আসতে।
এই অবেলায় কেন এলে
জীবনের শেষ প্রান্তে
কেন ডাক দিয়ে গেলে
পারি কি তা জানতে !
হলুদ পাতা খসে পড়ার
সময় হয়েছে এখন
এলেই কেন শেষের বেলা
ধূসর গোধূলি যখন!
রিক্ত আজকে নিঃস্ব আমি
অন্তিম বেলার সাঁঝে
এক অজানা বেদন তবু
হৃদয় মাঝে বাজে!