এক লাইনের কবিতা —————————— সোমনাথ সরকার (উদয়)
এক লাইনের কবিতা
——————————
সোমনাথ সরকার (উদয়)
১l প্রতিটা দুঃখই ছবি হয়ে ঝুলে থাকে হৃদপিণ্ডের দেওয়ালে
২l বিরহের স্মৃতিগুলো অনন্তের পথ ধরে ফল্গু হয়ে বয়
৩l নিরুদ্দেশের পথে জেগে ওঠে তোমার মুখ কতবার, হিসেব নেই
৪l পূর্ণিমার চাঁদ নদীর জলে ভেসে ভেসে যায়, মুগ্ধতায় কাটে সারারাত
৫l ছাদের কিনারে দাঁড়ালে বুকের ভেতরটা ছ্যাৎ করে ওঠে, জানো কি?
৬l এক মাঠ ধ্বংসস্তূপের মাঝে ছড়ানো অসংখ্য নিথর শরীর আর একটি শিশুর কান্না
৭l ‘সাবধানে যেও’ – কথাটা শোনার জন্য বারবার তোমার কাছে ফিরে আসা
৮l কুঁড়ি হয়ে বাস গর্ভের ভেতর, ফুল হয়ে ফুটলো পৃথিবীর বুকে
৯l নিঃসঙ্গতা বুকের মধ্যে পুষলেই একটা অসুখ হয়ে যায়, মৃত্যু হাতছানি দেয়
১০l সিন্দুকটা খুলে রেখেছি, তুমি এসে লুটপাট করে নিয়ে যাবার অপেক্ষায়
১১l হৃদয়ের রঙ নিয়ে মানুষ থাকে একটা তুলির খোঁজে, আঁকা হবে জীবনের আলপনা
১২l বিরহ-যন্ত্রের তারে প্রেম-সঙ্গীত স্বর্গীয়
১৩l অন্তর-আলোয় জ্বলুক আগুন, নুইয়ে পড়া মানুষগুলো শুষে নিক তাপ
১৪l প্রতিটা ভিতই মজবুত হয় আঘাতের নিখুঁত স্পর্শে
১৫l জীবন অংকের না-মেলা হিসাব মৃত্যুতে এসে শূন্য