খোলা চোখে —- মালবিকা মজুমদার
খোলা চোখে
মালবিকা মজুমদার
ব্যালকনিতে টবে স্বযত্নে ক্যাকটাস রোপণ করে সুগন্ধি আশা করাটা স্বপ্ন ময়াজাল।
দূরবীক্ষণে চোখ দিয়ে সম্পূর্ণ মহাকাশ হাতের নাগালে ভাবার মতোই সমান মূর্খতা।
বই এর বহু জ্ঞান থাকা সত্বেও মানুষের আচরণে অভিনয় বা নিজস্বতা বুঝতে পারার জ্ঞানশূন্যতাই শেষ সংকেত বয়ে আনে।
অধীত বিদ্যা নাহলেও বেঁচে থাকা যায়, কিন্তু শত্রুর শিবিরে অন্তিম তৃষ্ণার জল পাবো এ বিশ্বাসকে অতি মূর্খতাই বলে।
দরজা খুলে ঘুমোনোর মানে দরজা থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে যে সচেতন নয়,সে ঘর বা জঙ্গলের পার্থক্য জানে না।
চোখ থাকতে তার কার্যকারিতা না জেনে চোখ বন্ধ করে রাখার মধ্যে কোন বুদ্ধিমত্তা নেই।
H²0 জানার আগে প্রজাপতি ও শুঁয়োপোকার মধ্যে পার্থক্য আগে জানা দরকার।
Eyes opener
Malabika Majumder
Planting cactus in the tub on the balcony and expecting perfume is a dream come true.
It is as foolish to think that the whole space is within reach with binoculars.
Despite having a lot of knowledge of the book, the lack of understanding of human behavior or individuality is the last sign.
It is possible to survive without knowledge, but the belief that we will get the water of ultimate thirst in the camp of the enemy is called foolishness.
Sleeping with the door open means that one who is not aware of the need to have a door does not know the difference between a house or a forest.
There is no intelligence in keeping eyes closed without knowing its effectiveness.
Before you know H²0, you need to know the difference between butterflies and caterpillars.