যোগ / বানী দেব (পরবর্তী অংশ)

যোগ / বানী দেব (পরবর্তী অংশ)
—————————————-
যোগ বা ইংরেজিতে যাকে বলে Yoga. আমরা ভেবে নিই যোগ ব্যায়াম বা exercise. না তা একেবারেই না। যোগ হলো আত্মার সাথে পরমাত্মার যোগ।

আত্মা কি?
—————–
প্রথমে যে Cosmic energy র কথা বলেছিলাম যা হলো মূল ব্রম্মশক্তি। মানুষের বাম হৃদয়ে আত্মার বাস। যা কিনা ঠান্ডা আলোর মতো টিমটিম করে জ্বলছে। বলা যেতে পারে এ হলো মূল শক্তি বা পরমাত্মার প্রতিফলন। আত্মা হলো শুদ্ধ অর্থাৎ শুদ্ধ আত্মা। একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। ধরুন আপনি একটা সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন। উঁচু উঁচু ঢেউ আসছে, মৃদু মন্দ বাতাস মনে দারুণ অনুভূতি এনে দিচ্ছে। সমুদ্রের ধারে সারি সারি ঘট, তাতে জল ভরা। সমুদ্রের জল এখন আলাদা হয়ে ঐ ঘটবাসী, ঘট কে কাত করতেই জল গড়িয়ে সমুদ্রে মিশে গেল। এখন ঘটের জল আর সমুদ্রের জল এক হয়ে গেল ফের আগের মতো। ঘট হলো মানবদেহ, ঘটবাসী ঐ জল হলো আত্মা। ঘটের জল পুনরায় সমুদ্রে মিশে গেল অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটলো আগের মতো। মানে যোগ ঘটলো, আত্মার সাথে পরমাত্মার যোগ। যোগ কথাটির প্রকৃত অর্থ এটাই।

(ক্রমশ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *