কথোপকথন–২ ©পিউলি মিত্র
কথোপকথন–২
©পিউলি মিত্র
~~~~
–হেম… হেএএএএএএএম…কিরে কি করছিস ?
কদিন সাড়াই দিসনি যে..!
—-সাড়া তো ডাকলে পাওয়া যায়। আমাকে তো কেউ ডাকেই নি।
—-আমি ডেকেছি তো। তুই শুনতেই পাস নি।
—-তাই হবে তাহলে!
—কেমন আছিস হেম?
—বেঁচে আছি।
—-জ্বর সারলো?
—-আজ মনে পড়লো?
—- না রে…..
—-থাক…. মরি বাঁচি তোর কি আসে যায়!
—-উফফ্…. তোর এই অভিমান…..বড্ড মিষ্টি…. এই জন্যই তোকে এত্ত এত্ত ভালবাসি….
—-অভিমান?….নাহ! তার জন্যে অধিকার লাগে। আমার সে অধিকার নেই।
—-রাগ করিস না বাবু। আমি তো মনে মনে সারাক্ষণ তোকে ছুঁয়েই থাকি।
—-থাম্….জ্বরের ঘোরে মনে হচ্ছিলো তুই কপালে হাত রাখবি। কিন্ত নাহ ! জ্বর নিজে নিজেই আমাকে ছেড়ে গ্যাছে। তুই আসিস নি।
—-আমি বুঝতে পারিনি বাবু। তুই কেন ডাকলি না আমায় ?
—-তোর চারপাশে বড্ড ভিড়। আমি ডাকলেও তুই শুনতে পেতিস না।
—-ভিড়ের মধ্যেও তুই-ই তো প্রকট… বাকি সব আবছা। তুই না থাকলে বড্ড খালি রে সবকিছু।
—-থাক এসব…। আমি যাচ্ছি এখন।
—-যাস না হেম…প্লিজ। কোথাও যাস না আমায় ছেড়ে। সইতে পারবো না।
—- একদম ডাকবি না এমন করে।সাড়া দেবো না। ভীষণ অবহেলা করিস আমাকে। আমি তাও……….
—তোকে অবহেলা করবো, সে বুকের জোর আমার নেই হেম। সূর্যের যাপনের নাম.. “হেম”….