আমি এমনই — দেবশ্রী বর্ধন। ।
আমি এমনই ।
দেবশ্রী বর্ধন। ।
বসন্তের কোকিল কুহুরবে শুধায়
রঙিন প্রজাপতিকে কেন তুমি চঞ্চল
হয়ে ঘুরে বেড়াও ফুলে ফুলে–
প্রজাপতি পাখা মেলে বলে
আমি এমনই ।।
বরফে মোড়া পর্বতশৃঙ্গ
গাম্ভীর্য ভরা প্রশ্ন করে
বয়ে যাওয়া পাহাড়ি ঝোরা কে
কেন তুমি এতো কলকল করো ?
একটু শান্ত হতে পারো না —
ঝোরা খুশি তে হেসে বলে
আমি এমনই।।
জ্বলজ্বলে আকাশে র তারা
ভয়ে মৃদুস্বরে বিদ্যুৎ কে বলে
কেন তুমি এতো শব্দ করো ?
বিরক্ত বিদুৎ উত্তরে বলে —-
আমি এমনই। ।
ছোট্ট ছায়া ঘেরা পুকুর সাহস করে
সুধায় অনন্ত সমুদ্র কে
তুমি কেন এতো গর্জন করো?
বিস্মিত সমুদ্র উত্তর দেয় —-
আমি এমনই। ।