অলক্ষ্মী —– আল্পনা মিত্র
অলক্ষ্মী
আল্পনা মিত্র
লক্ষ্মীছাড়ী, উড়নচণ্ডী, জেদি… কোন ছেলে বিয়ে করবে এই মেয়েকে! তার উপর রূপে তো ঐ ছিরি!
মা”য়ের কথা শুনে বাবা বলেছিলো….’ এই মেয়ে হতে আমার ঘরের শ্রী বৃদ্ধি হয়… সে কথা কি তুমি ভুলে গেলে লীলা!’
বিয়ে হয়ে যায় একদিন সেই লক্ষ্মীছাড়ীর।
বাঙাল বলে ভয় পেতো
খোদ শ্যামবাজের শশীবাবুরা🤣 মুখরা বলে।
শাশুড়ীর মুখের উপর বলে ছিলাম…. ” এত ষষ্ঠী! ” চাবড়া মাবরা, সে আরো কত নাম। কালীঠাকুর পুজোর দিনে লক্ষ্মী পুজো!
হবে না আমার দ্বারা। আমার উপোস শুনলেই খিদে পায়৷ কোজাগরী লক্ষ্মীপূজো আর মাঘিপূর্ণিমাতে নারায়ণের পুজো করতে পারি!
শুনে সেদিনের ইয়ং হাজব্যান্ড ডিভোর্স দিচ্ছিলো।
শাশুড়ী ছেলেকে ধমকে বলেছিলো….. ‘ ও রকম করিস না বাবা! হোক ও উড়নচণ্ডী, তবু এই মেয়ে ঘরে আসতেই একটু জমি কিনতে পেরেছিস!
জানি রাগলে রণচণ্ডী তবু দাপিয়ে সব কাজ করে তো!
অনেক দোষে দোষী মেয়ে বা বউকে ছুড়ে ছুড়ে যে আশীর্বাদ দিয়েছিলেন!
তা থেকে পেয়েছি সর্বগুণান্বিতা একটি লক্ষ্মীমন্ত বউমা।
আমি কিন্তু আজও ছন্নছাড়া অলক্ষ্মীই রয়ে গেছি….
সুখ যে সবার সহ্য হয় না।