বিজয়ার শুভেচ্ছা
বিয়ের পর যখন পুনায় ছিলাম প্রচুর বাঙালি পরিবার ছিল,ওখানে বিজয়া তে এক একদিন এক একজনের বাড়িতে পার্টি হতো তাতে নানারকম খাবার করে খাওয়ানো হতো।তারপর এলাম মুম্বাই ওখানে বহু বছর ছিলাম সেখানে শুধু অবাঙালি পরিবার ছিল বিজয়া বলে তারা কিছু জানত না ওদের ছিলো দিওয়ালি ওইদিন ওরা নানারকম খাবার করে বাড়ি বাড়ি থালা ভর্তি করে পাঠাতো,আমিও তাই করতাম তারপর এলাম কলকাতায় এখানে এসে আমি বিজয়াতে নানারকম খাবার করে সকলের বাড়ি দিয়ে আসতাম কিন্তু দেখলাম এখানে কেউ বাড়িতে দিয়ে যায়না সকলে সকলের বাড়ি গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খায় তাই আমিও নানারকম খাবার বানিয়ে রাখি প্রতিবার।এবারেও বানালাম নিমকি,গজা ও মুসুর ডাল এর বরফি তবে করোনা আবহে মনে হয়না কেউ আসবে এইবার।@ গীত শ্রী চ্যাটার্জি