কী করে তোমাকে বলি ধ্রুবতারা …(ইন্দ্রনীল ব্যানার্জী)
কী করে তোমাকে বলি
ধ্রুবতারা …(ইন্দ্রনীল ব্যানার্জী)
কী করে তোমাকে বলি ,
মৃত পুষ্পের দেশে এখনো হারায়নি হাসি !
সুন্দর পৃথিবীতে এখনো আছে হাসিদের দাবি,
সেজন্যই এখনো মানুষ দাঁড়ায় মানুষের পাশে I
কী করে তোমাকে বলি ,
যারা হাসিহীন জীবনের পৃথিবীতে ভাগ্যহত,
তাদের কথা ভেবে যারা ছুটে গেছে চাঁচলে,
অথবা ছুঁয়ে দিয়েছে ক্ষুধার্তের চোখ,
তাদের সত্তা জুড়ে এখনো বেঁচে আছে বাঁচানোর স্বপ্ন I
কী করে তোমাকে বলি ,
বন্ধ্যা সময়ের গর্ভাশয়েও আড়ালে বেড়ে ওঠে
অদম্য সাহসী কিছু প্রাণবীজ,
কোনো ঘাতকের তান্ডব করতে পারেনা প্রতিহত তাদের,
তাদের দীর্ঘ পদচিহ্ন ঢেকে ফেলে দুঃস্বপ্নের ছায়া I
কী করে তোমাকে বলি ,
শুভ অশুভের লড়াইয়ে যারা শত বাধা পেরিয়ে
মানুষের কথা ভেবে এগিয়ে গেছে চাঁচলে,
যারা আলোর আচার বিধি না মেনে
ছুঁয়েছে অন্ধকারের পৃথিবী,
সৌহার্দ্যের হাতে মুছেছে সমাজের কালো মুখ,
তাদের জন্য ফুরসতে ভালবাসা রেখে যেও,
বন্ধ্যা সময়ে দাঁড়িয়ে তাদের কপালে এঁকে দিও জয়টিকা I
জশপুর …ছত্তিসগড় …১৮/১০/২০২০