#অপেক্ষা # মঞ্জু চ্যাটার্জি।
#অপেক্ষা
#মঞ্জু চ্যাটার্জি।
ধরো, কোন এক দুপুর বেলায় তুমি,
আমার জন্যে দাঁড়িয়ে অপেক্ষায়,
সকল কাজের শেষে মিলবো দু’ জন
এই তো অভিপ্রায়,,
ধরো,, কোন এক ঝড় বাদলের দিনে,
মেঘ গর্জে উঠলো কড় কড়,
বললে তুমি, আসুক না হয় ঝড়
স্তব্ধ জীবন একটু সচল কর,,
ধরো,,কোন এক ভীড় ঠাসা রাস্তায়,
হারিয়ে তোমায় ভীষণ দিশেহারা
হটাৎ তুমি বললে এসে-
তোকে ছাড়া বাঁচবো না রে আর,,
আমরা যারা সব হারানোর দলে,
হারিয়ে তোমায় কোথাও খুঁজে না পাই,
আমরা তারা সব হারাবার পরেও
প্রতি মুহূর্তে সেই তোমাকেই চাই।