দুর্গা —— উর্মি পান্ডা
দুর্গা
উর্মি পান্ডা
—————
এই পৃথিবীর পথে ঘাটে দেখি, কতো দুর্গার মুখ,
কোনো মা দুর্গা অ্যাসিডে জ্বলেছে,
পুড়ে গেছে তার মুখ,
কোনো মা দুর্গা আকাশপথে ,
গতির পতাকা ওড়ায়,
অন্য দুর্গা শ্রমের বদলে, সোনার ফসল ফলায়।
কেউ বা হয়েছে পনের বলি চিতায় পেয়েছে সুখ,
কেউ বা আবার জয় করেছে ,জীবনের সব দুখ।
কোন মা দুর্গা, একা মরে পড়ে ,উলঙ্গ তার দেহ,
সন্তানদের বড়ো করেছিলো, দিয়ে অফুরান স্নেহ।
কোন মা দুর্গা ধর্ষিতা হয়, দুহাতে মুখ সে ঢাকে,
সারা জীবনের কলঙ্ক ভার ,বইতে হবে যে তাকে।
কোন মা দুর্গা রাস্তায় বসে, আগুনে গড়ছে রুটি,
মায়ের আঁচল ,ধরে বসে আছে ,শিশু সন্তান দুটি,
তোমার দুর্গা ,আমার দুর্গা ,দুর্গারা পথে-ঘাটে,
কত দুর্গা রা হারিয়ে যে যায়, বিকি কিনির হাটে ।।