ঢাকের কাঠি বুকের ভেতর পোড়ায় অবিরল —- বানী দেব
ঢাকের কাঠি বুকের ভেতর পোড়ায় অবিরল —- বানী দেব
—————————————-
আকাশ জুড়ে মেঘের পাপড়ি
শারদীয়ার অঞ্জলি
শিউলিতলার আল্পনা আর কাশবনে নাচ চঞ্চলি।
থাকুক বন্ধ পূজো শপিং
মণ্ডপে খুনসুটি, রাতজাগা চোখ, ক্লান্ত পায়ের প্যান্ডেল হপিং।
যাদের শূন্য হলো ঘর
তারাই জানল প্যানডেমিকের ঝড়
ঢাকের কাঠি বুকের ভেতর পোড়ায় অবিরল।
যার কর্ম গেল ছুটে
হৃদয় গেল টুটে
নবমীর নিশি যেন দুচোখে তার ফোটে।
এবার উমা আসুক ঘরে
থাকুক হৃদয় জুড়ে
হোক অতিমারীর শেষ
হবে আনন্দ উছ্বাস ফের আগের মতো করে।
*