অনিকেত —— গীতশ্রী সিনহা
অনিকেত
গীতশ্রী সিনহা
বিস্মৃতির মধ্যে স্মৃতি অবেলার রৌদ্রে ঝরে যায়
অনাদৃত, ফাটা শিমূল তুলোর মতো আকাশে ওড়ে
এই ভালো, স্মৃতিহীন বেঁচে থাকা, না বাঁচার ভান,
জন্ম পলাতক আমি, আমার কোনো ঘরবাড়ি ছিল না, নেই
খড় কুটোর মতো খরস্রোতা জলে ভেসে যাচ্ছি ,
স্রোতোধারা যেদিকে নিয়ে যায়, যাবে …
দিক-শূন্য একটা শব্দ জীবনের কতো মানে পাল্টে দেয়
তোমার হাতের এক টুকরো অক্ষরই ছিল…
আমার জীবনের চেয়েও অনেক বেশি বাঁচা, নাভিশ্বাস
কিভাবে একটা সময় ক্রমশ সরে যেতে যেতে
দূরে চলে যায়… ঘূর্ণিমায়ায় অন্ধকারে মিশে যায়,
ছোটো হতে হতে তুমি আজ বিন্দুমাত্র!
মিশে আছো অন্ধকারে, অন্ধকারে মানুষ দেখা সহজ…
ঠোঁটে কাতর ক্ষীণ আলো লেগে আছে হাসির মতো !!!