সম্পাদকের কলমে কিছু কথা —— গীতশ্রী সিনহা
সদর দরজা খুলতেই লাশ ঘরে লাট খাওয়া প্রিয়জনের শরীরের গন্ধ। অগণিত মানুষের রুজিরোজগার বন্ধ, বন্ধ স্কুলের ভিতর থেকে ভুতুড়ে ঘন্টার হাহাকার। প্রযুক্তির দৌলতে পৃথিবীর যেকোনো প্রান্তের খবর মুঠোর মধ্যে আজ।
শব্দ স্তব্ধ, ভোঁতা কলমের আঁচড়, ধিক্কার আর ছিঃ ছাড়া ভাষা নেই! নির্বাক-ধূসর দুনিয়া। জ্যান্ত সভ্যতায় চুঁইয়ে পড়ছে অসভ্য নেশা। ভয়ংকর এক পরিস্থিতির শিকার এই সময়, দখলদারি চলছে নারী শরীরের উপর। ভুলতে বসেছে, একজন নারী তোমাদের মা, বোন, স্ত্রী এবং কোলের শিশুকন্যাটি। বর্বরোচিত নির্যাতনে নারী সমাজ আজ লাঞ্চিত অসুস্থ। এদিকে প্রশাসন গ্রেফতার করলেও তদন্তে ঢিলে…আলগোছে ফাঁক রেখে দেয়… প্রমাণ লুপ্ত !!!! প্রতিদিন আসে… মুছে যায় গতকাল… কোটি কোটি মামলার কাছে ফিকে হয় বর্তমান। বলতে শুনি, ” অসুখেও তো মরতে পারতো! এ আর এমনকি! নিদেনপক্ষে ধর্ষিতার সাথে একটা সেল্ফিও তো তোলা যেতো “! বেশ তামাশা তাই না ??????
ধর্ষিতা হচ্ছে সমাজ, সংসার, মানবিক বোধ, সামাজিক উন্নয়ন। ধর্ষিতা হচ্ছে হাজার স্বপ্ন। লজ্জিত হচ্ছি আমরা এরকম দেশের নাগরিক হিসেবে। নষ্ট সময়কে ধরে চলছে লোফালুফি খেলা, কতিপয় মানুষ আজ বিপন্ন-বিস্ময়ের সামনা-সামনি দাঁড়িয়ে। নিষ্ঠুরতায় নষ্ট মানুষের তান্ডব মিছিল – ভোগ – বিলাস – কাম লালসায় ডুবতে চলেছে সময়। চরম ক্ষুধার শিকারের দখল দুনিয়াদারি। বিচারের দরজা বন্ধ মুখোশের প্রহসনে… খবরের কাগজে গালভরা গল্প, যেন অনাহারে মহাভোজ। সভ্যতার বলিষ্ঠ শরীর আর্তচিৎকারে হাহাকার।
আজ যেন কাজের কথায় ফিরতেই পাচ্ছি না, কিছু তো বলতেই হবে। দেখতে দেখতে একটি মাস অতিবাহিত করলাম আমার প্রিয় কবি শিল্পী বন্ধুদের হাত ধরে। মন্তব্যের অপেক্ষায় থাকলাম। এবারের সংখ্যায় পেয়েছি ছড়া সম্রাট বকুল বৈরাগীকে। পেয়েছিলাম স্বনামধন্য বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শিল্পী সুগত মজুমদার মহাশয়কে। ভিডিওটি ত্রুটি থাকার জন্য এখানে শেয়ার করতে পারলাম না, কিছু যান্ত্রিক অসুবিধার জন্য এডিট করতে পারলাম না, আশাবাদী আমরা, আগামীতে অবশ্যই পারবো।
শুভেচ্ছা শুভকামনা সতত সকল পাঠক সমাজের জন্য। প্রতিটি সংখ্যা একটি নিজস্বতায় নিমগ্ন থাকুক আশাকরি। প্রাসঙ্গিক প্রসঙ্গ থাকুক। আগামী সংখ্যায় পুজোর বিষয় কেন্দ্রিক লেখা পেলে বাধিত হবো। নতুনভাবে নতুন নতুন লেখার মাধ্যমে কবিদের নাম সংযোজন হোক।
আগামীর অপেক্ষায় থাকলাম আমরা সবাই।
গীতশ্রী সিনহা, সম্পাদকীয় কলম, বিনোদন বিভাগ।