আমি নারী #কলমে-ছবি সিনহা বসু
#কবিতা -আমি নারী
#কলমে-ছবি সিনহা বসু
আমি নারী ! আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে আহ্বান জানায় জানি।
আসলে দোষ তো তোমার নয়।
দোষ আমার। দোষ আমার শরীরের !
আমার স্তন,আমার নিতম্ব, আমার যোনি শুধু তোমার জন্যই সৃষ্টি করেছেন বিধাতা। তাই তো নারী মানেই নরকের দরজা। নারী মানেই ভোগ্য বস্তু নারী মানেই পন্য।
শাড়ি চুড়িদার জিন্স টপ যা ই পরিনা কেন তোমার চোখের শানিত দৃষ্টি জরিপ করে নেয় এক মূহুর্তে ! কতটা মূল্যবান আমি তোমার কাছে এর দ্বারাই তো নির্ধারিত হয় !
এ কথাটা আমি জানি। আর জানে গোটা সমাজ!
নীলছবির অতলে তলিয়ে যেতে যেতে ভুলে গেছো তুমি দিদি বৌদি কাকিমা জেঠিমা র সংজ্ঞা।
আমার পোশাক আমার রাত করে বাড়ি ফেরা সবই নখদর্পণে তোমার।
আমি যদি একটা প্রমোশন পাই তুমি বলবে-“ও কি আর এমনি এমনি পেয়েছে? নিশ্চয়ই কিছু দিয়েছে!”
আমি যদি একটু বুদ্ধিমতী হই দাবড়িয়ে খামচিয়ে হেঁচড়ে টেনে নীচে নামাবে আমাকে যতটা নামালে আমার শিরদাঁড়া বেঁকে যায়!
পরপর দু মেয়ের জন্ম দিলে আবার বরের আসনে বসবে তুমি। খুঁজে নেবে নতুন কোনো গর্ভ।
এই জগতে নারী যদি এতটাই ঘৃণ্য সে যদি এতটাই অপদার্থ এতটাই মূল্যহীন তাহলে নারি পূজার প্রহসন কেন?
বন্ধ হোক সমস্ত নারী পূজার আয়োজন।
বন্ধ হোক মাতৃ আরাধনা !
তুমি আমি যেদিন এক আসনে বসব সেদিন এসো দেব তোমায় তোমার যোগ্য সম্মান !