ভো-কাট্টা…. মিলি মজুমদার *****
ভো-কাট্টা….
মিলি মজুমদার
*****
যৌবনী সে নোলক পরা
মাঝ আকাশে একলা ঘুড়ি
খুশির হাওয়ায় মাতোয়ারা
স্বপ্ন চোখে চাঁদের বাড়ি
হটাৎ এলো চারটি আরো
লাল হলদে সবজে কালো
জিবৎ ঘুড়ি উন্মাদিত
পুরুষ থাবায় বিষ মাখালো
পড়ল তাদের নেক নজরে
আপন মনে একলা ঘুড়ি
উড়িয়ে আঁচল খোলাচুলে
নিটোল হাতে কাঁচের চুড়ি
চারটে ঘুড়ি লোলুপ চোখে
মন কামনায় লেহন করে
একলা ঘুড়ি আনবো ধরে
কৌশলেতে মুঠোয় ভরে
টানবো এবার মাঞ্জা সুতোয়
লটকে নেব বুকের মাঝে
এক ঝটকায় গোত্তা মেরে
ফেলবো এনে পায়ের কাছে
চারটি ঘুড়ি ধরলো ঘিরে
হাতের টানে হিংস্র দল
পঞ্চশরে ছিঁড়লো সুতো
একলা ঘুড়ির ছিন্ন-আঁচল
লোহিত ধারা বইছে গায়ে
উড়ছে বসন বেদন সাঁঝে
চাঁদের বাড়ি নাগাল ছাড়া
সিক্ত তনু ধরার মাঝে…….
<——————————>