অসমাপ্ত গীতগোবিন্দ — বিবেকানন্দ মণ্ডল
অসমাপ্ত গীতগোবিন্দ
— বিবেকানন্দ মণ্ডল
বারোবছর আমার অঙ্গণে হরদম বৃষ্টির গোঙানি ,
তবু ঝাপসা হতে দিইনি
তোমার প্রতীক্ষায় থাকা পথটিকে ।
চোখের পাতার ছাউনি দিয়ে আটকেছি
সকল বৃষ্টি-দহন ।
একবার আমার এই চোখের বারান্দায় এসো ,
আঁচল নিঙরে নিয়ে বসো —
দু-দণ্ড কথা বলি ।
গীতগোবিন্দের অনেক পদ এখনও বাকি পড়ে আছে ।
পদ্মাবতী নাইবা হলে ,
দুটি পদ্ম-আঁখি মেলে বসো পাশাপাশি ।
আমার দোয়াত উল্টে গেছে কবে —
নিবিড় রাতের মায়া টেনে
যে কাজল পরেছো চোখে ,
ওখান থেকে অক্ষরদাগ তুলে নিই
আমার কলমের ঠোঁটে ।
যাপন-যন্ত্রণার কথা থাক আজ ।
বারোবছর পর
আঁচলের খুঁটে বারোপল নিয়ে এসেছো যখন
সে আমার অমূল্য ধন ।
বারোপলেই পূর্ণ করে নেবো
আমার অসমাপ্ত গীতগোবিন্দ —
বারোবছরের বর্ষাযাপন ।