“মোর পথের সাথী”——- ড.গৌরী ভট্টাচার্য্য
মোর পথের সাথী
ড.গৌরী ভট্টাচার্য্য
প্রতিটি ঋতুতে তোমার আমার মাতামাতি,
মোর পথের সাথী।
তোমায় আমি যেথায় যখন দেখেছি,
নূতন করেই চিনেছি।
রৌদ্র ছায়াতে হেঁটেছি তোমার সাথে,
পরশ পেয়েছি তাতে।
ফুল পল্লবে ফাগুন হাওয়ার দিনে,
হৃদয়ে হৃদয় চিনে।
বসন্তে তোমার রঙের মাতামাতি,
মোর পথের সাথী।
দেখেছি আকাশে নীলসাদা যেথা ভাসে,
আড়ালে সূর্য হাসে।
পথের দুধারে পাহাড় ঘেসে বনানী,
বাতাসে রণরণি।
সাদা কাশফুলে সেজেছে ধরনীতল,
রোদ্দুরে ঝলমল।
কতো পথে গেছি লোকালয়ে, নদীতীরে,
বৃষ্টি বাদরে,ভাদরে।
গান গেয়ে মোরা দেখেছি ভেজা প্রকৃতি,
মোর পথের সাথী।
আসছে ঘনায়ে শারদীয় মহাউৎসব,
শিউলি তলায় কলরব,
ফুটেছে পদ্ম, ঘাসেতে শিশির কণা,
ছড়ানো মুক্তোদানা।
যাবে কি বন্ধু, একসাথে সেই পথে,?
শরৎ সন্ধ্যা, রাতে,
ঘুরবো, দেখবো, নমিবো দিবা রাতি
ওগো, মোর পথের সাথী।।