মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর স্টেডিয়ামের অস্থায়ী মঞ্চে শুরু করেন প্রশাসনিক বৈঠক

১৯শে নভেম্বর, গঙ্গারামপুরঃ গঙ্গারামপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করে বেলা দেড়টা নাগাদ এরপর মুখ্যমন্ত্রী স্টেডিয়ামের অস্থায়ী মঞ্চে প্রবেশ করে শুরু করেন প্রশাসনিক বৈঠক। শুরুতে 115 জন কাশ্মীর ফেরত শ্রমিকদের হাতে 50 হাজার টাকার চেক তুলে দেন তিনি। এরপর জেলা শাসকের কাছে জেলার বিভিন্ন প্রকল্প সম্বন্ধে জানার পাশাপাশি কাজকর্মের খতিয়ান চেয়ে পরিসংখ্যান তুলে ধরতে বলেন মুখ্য সচিব রাজীব সিনহা।

কাজ হয় জেলা পরিষদের সভাধিপতি অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী জেলাশাসককে নির্দেশ দেন জেলা পরিষদ এর কাজকর্ম দেখবার জন্য পাশাপাশি আইনি ব্যাপারে কাজকর্ম পরিদর্শন করতে নির্দেশ দেওয়া হয় আইনজীবী ও প্রাক্তন বিধায়ক শংকর চক্রবর্তীকে। এছাড়াও জেলা শাসকের উপর ক্ষোভ প্রকাশ করেন জেলার বিভিন্ন উন্নয়নে পিছিয়ে থাকা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *