গ্রামবাসীদের উপর হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে থানায় ডেপুটেশন আদিবাসীদের
বালুরঘাট, ৮ নভেম্বরঃ আদিবাসীদের উপর হামলার ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে গঙ্গারামপুর থানায় ডেপুটেশন দিল ‘দেবীপুর মাঝি গাঁওতা’ । শুক্রবার আদিবাসী এই সংগঠনের তরফে শতাধিক মানুষ লাঠি সোটা তির ধনুক সহ নানা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে থানায় বিক্ষোভ প্রদর্শন করেন । সংগঠনের অভিযোগ, ২০শে অক্টোবর রাতে দেবীপুর গ্রামের কিছু দুষ্কৃতী বেশকিছু আদিবাসী বাসিন্দাদের উপর হামলা চালায় । ঘটনায় রক্তাক্ত ও আহত অবস্থায় তাঁদের হাসপাতালেও ভর্তি করতে হয়েছে । ঘটনা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার পরেও পুলিশ তাঁদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি । যার প্রতিবাদেই এদিন থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে ।
দেবীপুর মাঝি গাঁওতা আদিবাসী সংগঠনের তরফে মাঝি বাবা, কালুস কিস্কু জানিয়েছেন, ডেপুটেশনের পরেও যদি অভিযুক্তরা গ্রেপ্তার না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।