দীপাবলি ও কালীপূজা সুষ্ঠ ভাবে করতে জেলা পুলিশের বৈঠক ক্লাব উদ্যোক্তাদের সঙ্গে
২২শে অক্টোবর, বালুরঘাটঃ শারদীয়ার পরে হিন্দু উৎসব মানেই দীপাবলি, আলোর উৎসব আর বাঙালির কালীপূজা। উৎসব মুখোর বাঙালির তাই এই আলোর উৎসবকে আরো সুন্দর করে গড়ে তুলতে বালুরঘাটের বিভিন্ন কালীপূজা কমিটিদের নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। বালুরঘাট শহর ও শহরতলীর একাধিক পূজা কমিটিদের নিয়ে আলোচনা করা হয় এবারের পূজা সুষ্টভাবে পরিচালনা করবার বিভিন্ন নিয়মাবলী নিয়ে।
এইদিন বালুরঘাট থানার প্রেক্ষাগৃহে ক্লাব কমিটিদের নিয়ে আলোচনা করেন বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত, ডিএসপি সদর ধীমান মিত্র সহ অন্যান্য আধিকারিকরা। যেখানে উঠে আসে পূজা অনুমতি থেকে সুরক্ষা ব্যাবস্থা, অগ্নিনির্বাপণ ব্যাবস্থার মতো গুরুত্বপূর্ণ দিকগুলো, জোড় দেওয়া হয় মাইক ব্যাবহারের নিয়ামাবলির দিকেও। এবারেও পূজার অনুমতি দেওয়া হবে অনলাইন ব্যাবস্থার মাধ্যমে, থাকবে বেশ কিছু পুলিশি নির্দেশাবলী ও ট্র্যাফিক নিয়ন্ত্রনবিধি। সবাইকেই সুষ্ট পূজা পরিচালনা করবার আবেদন জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে, জানানো হয় দীপাবলির আগাম শুভেচ্ছা।