দিদিকে বলোর প্রচারে বেরিয়ে দলের গোষ্ঠীবাজির কাহিনী শুনলেন তৃণমূল নেতৃত্ব

বালুরঘাট, ১৭ আগস্টঃ  সামনেই বালুরঘাট পৌরসভার ভোট। দিদিকে বলোর প্রচারে গিয়ে বাসিন্দাদের মুখে দলের গোষ্ঠীবাজির কাহিনী শুনলেন তৃণমূল নেতারা। বৃহস্পতিবার বিকেলে হিলির বাসিন্দা যুব তৃণমূল সহ সভাপতি উদয় বর্মন বালুরঘাটের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে প্রচারের দায়িত্ব পেয়েছেন। এদিন ৭ নম্বর ওয়ার্ডে প্রচুর কর্মীসমর্থক নিয়ে একটি মিছিল করে দিদিকে বলোর প্রচার শুরু করেন তিনি। এলাকার জনসাধারণের কাছে অভিযোগ জানতে চৌরঙ্গী এলাকায় অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মী রাম রায়ের বাড়িতে যান তৃণমূল নেতৃত্ব। যেখানে তৃণমূল দলের গোষ্ঠীবাজির কাহিনী তুলে ধরেন ওই ব্যাঙ্ক কর্মী।

যুব তৃণমূল সহ সভাপতি উদয় বর্মনের সামনে অভিযোগ করে ওই ব্যক্তি জানিয়েছেন, এলাকার তৃণমূলের গোষ্ঠীবাজির ঘটনা। পুরনো কর্মীদের ঘর বন্দি করে রাখার ঘটনা তুলে ধরে তৃণমূল সুপ্রিমোর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পুরো ভোটে জিততে হলে আগে পুরোনো কর্মিদের প্রাধান্য দিতে হবে এবং সকলকে একসাথে কাজ করতে হবে বলেও পথ নির্দেশ করেন প্রাক্তন ব্যাঙ্ক কর্মী। দিদিকে বলোর প্রচারে সাধারণ মানুষ নিজেদের সমস্যা না বলে তৃণমূল দলের সমস্যা তুলে ধরায় খানিকটা অবাক হয়ে যান নেতৃত্বরা।

পরিস্থিতি বুঝে যুব তৃণমূল সহ সভাপতি উদয় বর্মন সহ বালুরঘাট শহর তৃণমূল কার্যকরী সভাপতি সজয় সাহা ওই ব্যক্তিকে এই বলে আস্বস্ত করেন যে, আগামীতে সমস্ত গোষ্ঠীবাজি দূরে সরিয়ে এক সাথে কাজ করার বার্তা দিয়েছেন তাঁরা। এদিন ৭ নম্বর ওয়ার্ডের আরও একাধিক বাড়িতে ঘুরে ঘুরে দিদিকে বলোর কর্মসূচী এগিয়ে নিয়ে যান তৃনমূলের নেতৃত্বরা। এদিন এলাকার রাতে এক কর্মীর বাড়িতে আহার সেরে রাত্রিবাস করবেন নেতৃত্বরা।

উদয় বর্মন বলেন, দিদিকে বলোর প্রচারে জনসাধারণের কাছে তাঁদের নানান সুবিধা অসুবিধার কথা শুনছেন। এদিন বালুরঘাটে প্রচার করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *