জমিতে ধান দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কৃষকের, চরম উদাসীনতার অভিযোগ দপ্তরের বিরুদ্ধে
বালুরঘাট, ১৭ আগস্টঃ বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় হাই ভোল্টেজের তারে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বাদআঙিনা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত ওই কৃষকের নাম জালাল উদ্দিন সরকার (৫৮)। এদিনের এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে নিজের জমিতে ধান গাছ দেখতে যাচ্ছিলেন জালাল উদ্দিন। আলের উপর দিয়ে যাবার সময় মাথার উপরে ঝুলে থাকা হাই ভোল্টেজের তারে স্পর্শ হতেই ছিটকে পড়েন তিনি। বিষয়টি দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনা ঘিরে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেশকিছু দিন ধরে জমির উপর ঝুলে ছিল হাই ভোল্টেজের তার। বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও কোন কাজ হয়নি। যার ফলেই এদিন দুর্ঘটনা ঘটছে।
মৃতার আত্মীয় আব্দুল রহিম মিয়াঁ জানিয়েছেন, এদিন জমিতে ধান দেখতে যাচ্ছিলেন জালাল উদ্দিন। অসাবধানতায় জমিতে ঝুলে থাকা হাই ভোল্টেজের তারে স্পর্শ হতেই মাটিতে ছিটকে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
কুমারগঞ্জ থানার আইসি সঞ্জয় মুখার্জ্জী জানিয়েছেন, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রজু করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।