রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বাড়াল রাজ্য সরকার
১৬ অক্টোবর, কলকাতাঃ পুজোর মুখে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আড়াই গুণ বাড়াল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল।
নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর অবসরপ্রাপ্ত কর্মীদের বেসিক পেনশন যা ছিল, তা ২.৫৭ গুণ বেড়ে যাবে । এতদিন যাঁরা ৩৩০২ টাকা বেসিক পেনশন পেতেন তাঁরা এবার থেকে পাবেন ৮৫০০ টাকা। ৬৪৩২ টাকা পেনশন যারা পেতেন তাঁরা পাবেন ১৬৫৪০ টাকা। আবার যাদের ১১,০০০ টাকা পেনশন ছিল তাঁরা পাবেন ২৮২৭০ টাকা।
এছাড়াও ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে পেনশনভোগীরা পাবেন ২০ শতাংশ অতিরিক্ত টাকা। ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে যাদের বয়স তাঁরা পাবেন ৩০ শতাংশ অতিরিক্ত পেনশন। ৯৫ থেকে ১০০ বছর বয়সীরা পাবেন ৪০ শতাংশ অতিরিক্ত পেনশন। ১০০ বছরের ওপরে বয়স হলে অতিরিক্ত ১০০ শতাংশ পেনশন পাবেন সেই পেনশনভোগী। তৃতীয়ায় নবান্নের এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশি রাজ্যের পেনশনভোগীরা