খুঁটি পূজোর মধ্য দিয়ে কালী পূজোর প্রস্তুতি শুরু কালদিঘি পদাতিক ক্লাবের
বালুরঘাট, ১৫ অক্টোবরঃ দেবদেবীদের সাত পাকে বাঁধা পড়ার চিত্রকে তুলে ধরে এবারের কালী পূজোর থিম করতে চলেছে গঙ্গারামপুরের পদাতিক ক্লাব। মণ্ডপ জুড়ে বহু দেবদেবীর বিবাহের দৃশ্যের দেখা মিলবে এবারের কালী পূজোয়। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজোর মধ্য দিয়ে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয় পদাতিক ক্লাবে। মণ্ডপের পাশাপাশি আলোক সজ্জাতেও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে তৎপর ক্লাব উদ্যোক্তারা। গ্রাম বাংলার আলোক সজ্জা থেকে শুরু করে সম্প্রীতির মেল বন্ধন ফুটে উঠবে এবারের পূজোয়। ক্লাবের ৪৩ তম বর্ষে এবারে একাধিক সমাজসেবা মূলক কর্মসূচীও গ্রহণ করেছেন ক্লাব উদ্যোক্তারা।
কালদিঘি পদাতিক ক্লাবের সম্পাদক আনন্দ দাস বলেন, পূজো প্যান্ডেল জুড়ে দেবদেবীদের বিবাহের দৃশ্য ফুটিয়ে তোলা হবে এবারের পূজোয়। দেবী প্রতিমার মাধ্যমে মা কালী, মা দুর্গা ও মা অন্নপুর্নার সিঁদুর দানের দৃশ্য ফুটে উঠবে।
সহ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, এবারে তাঁদের পূজোয় সম্প্রীতির মেল বন্ধন তুলে ধরা হবে।