মোদী-হাসিনা বৈঠকের আগে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করলেন টুরা হিলি করিডর কমিটি
২৬শে সেপ্টেম্বর, বাংলাদেশঃ অক্টোবর মাসের প্রথমে ভারতে আসছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই দেশের সম্পর্খের একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে। হাসিনা-মোদী বৈঠকের আগেই টুরা হিলি করিডর স্থাপনের দাবী নিয়ে সোম ও মঙ্গলবার বাংলাদেশের দিনাজপুরের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করলেন টুরা হিলি করিডর কমিটি। সোমবার দিনাজপুর সার্কিট হাউসে বাংলাদেশ রাজশাহী সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জীব ভাট্টির সঙ্গে টুরা হিলি করিডর নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় টুরা হিলি করিডর প্রসঙ্গে। তিনি আমাদের জানান ইতিমধ্যে এই টুরা হিলি করিডর নিয়ে তিনি একটি রিপোর্ট ইতিমধ্যে জমা দিয়েছেন ভারত সরকারকে। যেখানে ভারতের পশ্চিমবঙ্গের হিলি সীমান্ত থেকে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ সীমান্ত পর্যন্ত রাস্তার নির্মাণের পাশাপাশি ভারতের দুই প্রান্তের সঙ্গে বাংলাদেশের মধ্যদিয়ে রেল পরিবহনের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করিডর হবে বলে মনে করছেন রাজশাহী সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জীব ভাট্টি। এইদিনের এই কমিটিতে উপস্থিত ছিলেন ভারত থেকে টুরা হিলি করিডর কমিটির কনভেনার নব কুমার দাস, অমূল্য রতন বিশ্বাস, শঙ্কর দাস, রূপক দত্ত, কার্ত্তিক চন্দ্র সাহা এবং বাংলাদেশ থেকে সুব্রত মজুমদার ডলার, বিশ্বজিৎ দাস কাঞ্চন, ওয়াহেদুজ জামান বুলবুল, সাহেনুর রেজ্জা সাহিন, জাহিদুল ইসলাম, মহফুজাল মানিক প্রমুখ প্রতিনিধি গন।
পাশাপাশি মঙ্গলবার বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ দিনাজপুরের কান্তজীউ মন্দিরের একটি অনুষ্টানে যোগ দিতে এলে দুই দেশের করিডর কমিটি দেখা করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে। যেখানে তার কাছে তুলে ধরা হয় করিডর বিষয়ক তথ্য, তিনি বিষয়টি শুনে রাজশাহী সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জীব ভাট্টিকে নির্দেশ দেন, এই বিষয়টি দেখবার জন্য। হাসিনা-মোদী বৈঠকের আগে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এই ধরনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন টুরা হিলি করিডর কমিটির কনভেনার নব কুমার দাস, তিনি আমাদের বলেন এইদিন ভারতীয় হাইকমিশনার ও সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা হওয়ায় করিডরের কাজ অনেকাংশে অগ্রগতি হলো। পাশপাশি বাংলাদেশের পাঁচজন সাংসদ করিডরের দাবী নিয়ে বাংলাদেশ সরকারের কাছে দাবী জানাবেন, যাতে করিডরের কাজ অগ্রগতি পাই। ইতিমধ্যে করিডর বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে দাবী পেশ করবেন অধীর চৌধুরী। তিনি এই বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে দাবী পেশ করছেন, যাতে আসন্ন মোদী-হাসিনা বৈঠকের বিষয়টি আলোচিত হয়।