মাসিক ভাতা বৃদ্ধি সহ পেনশন চালু প্রভৃতি নিয়ে আন্দোলনে নামল অঙ্গনওয়াড়ী সহায়িকা কর্মী সমিতি
বালুরঘাট, ২৫ সেপ্টেম্বরঃ মাসিক ভাতা বৃদ্ধি, চাকরি শেষে পেনশন চালু সহ সাত দফা দাবীতে বালুরঘাটে আন্দোলনে নামল সারা বাংলা অঙ্গনওয়াড়ী সহায়িকা কর্মী সমিতি। বুধবার দুপুরে শহরে একটি প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করেন সংগঠনের সদস্যরা। মিছিলে নেতৃত্ব দেন আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, মহিলা নেত্রী সুচেতা বিশ্বাস সহ অন্যান্যরা। আন্দোলনকারীদের দাবী, অঙ্গনওয়াড়ী কর্মীদের ভাতা ১৮ হাজার টাকা করতে হবে। কর্মীদের বর্তমান ভাতা বাড়িয়ে ১২ হাজার টাকা করা সহ পদন্নোতির ব্যবস্থা ওচাকরি শেষে পেনশন চালু করতে হবে সরকারকে। একই সাথে শিশুদের খাবার মান বৃদ্ধি করতে জ্বালানি খরচ বাড়ানোর পাশাপাশি খাদ্যের জন্য বেশী পরিমান অর্থ বরাদ্দ করতে হবে। এদিন আন্দোলনকারীদের তরফে জেলা শাসকের কাছে তাঁদের দাবী সমূহ নিয়ে একটি স্মারকলিপিও পেশ করা হয়।
সুচেতা বিশ্বাস জানিয়েছেন, মাসিক ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে আন্দোলনে নেমেছেন অঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকারা। এদিন শহরে মিছিল করে জেলা শাসকের কাছে তাঁদের দাবী পত্র পেশ করেছেন।