তেভাগা এক্সপ্রেসকে সকালের বদলে সন্ধ্যায় চালাবার প্রস্তাব দিলো পূর্ব রেল
২০শে সেপ্টেম্বর, বালুরঘাটঃ আবার বালুরঘাটের ট্রেন পরিষেবায় আসতে চলেছে রেলের ভয়ংকর ষড়যন্ত্র, বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের সময় সূচীকে পরিবর্তন করে সকালের বদলে রাতের সময় সূচী তৈরি করে পূর্ব রেল পরীক্ষামূলক পর্যবেক্ষণ করতে দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনকে। শুধু সয়ম সূচী নয় পরিবর্তন হতে চলেছে এই ট্রেনের রুট। রামপুরহাট-বোলপুর-বর্ধমানের বদলে আজিমগঞ্জ-ব্যান্ডেল-নৈহাটি রুটে পরিবর্তন করতে চলেছে ট্রেনটিকে। সেই সঙ্গে বাতিল হবে গৌড় এক্সপ্রেসের কানেকশন। যার ফলে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য রামপুরহাট-বোলপুর-বর্ধমান রুট ও শিয়ালদহ স্টেশন কোন টাই আর থাকছেনা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের কাছে। জানা গেছে ট্রেন টি সকালের বদলে কলকাতা স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যা 06:15 মিনিটে ছাড়বে এবং পরদিন সকাল সাড়ে পাঁচটায় বালুরঘাট স্টেশনে পৌঁছবে। একইভাবে বালুরঘাট থেকে রাত 11 টা 15 মিনিটে ছেড়ে পরদিন সকাল 9 টা 45 মিনিটে কলকাতা স্টেশনে ঢুকবে তেভাগা এক্সপ্রেস। পাশাপাশি গৌড় এক্সপ্রেসের বালুরঘাটের সংযোগকারী বগী বন্ধ করে দেবে পূর্ব রেল বলে একটি পরীক্ষামূলক নির্দেশিকা পাঠিয়েছে কাঠিয়ার ডিভিশনের ডিআরএমকে।
জেলার রেল উন্নয়ন কমিটি গুলোর অনুমান রায়গঞ্জের মন পেতেই রেল দক্ষিণ দিনাজপুর জেলার মানুষকে বঞ্চিত করছে রেল। যে তেভাগা এক্সপ্রেস এতো জনপ্রিয় ও ছাত্র থেকে অসুস্থ রুগী এমনকি চাকরি রত মানুষ, সবার কাছে এই ট্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবার পাশাপাশি রামপুরহাট-বোলপুর-বর্ধমান যাবার একটা অন্যতম মাধ্যম ছিলো তেভাগ এক্সপ্রেস, হাওড়া বালুরঘাট এক্সপ্রেসকে প্রতিদিন না চালিয়ে, রেলের এই তুুঘলকি চিন্তা এই জেলার মানুষের সঙ্গে এক প্রকার বঞ্চণা বলেই মনে করছেন তারা। এই নিয়ে তীব্র আন্দোলনে নামবেন তারা।