বালুরঘাট হিলি ৫১২ নম্বর জাতীয় সরক সম্প্রসারণের কাজ নিয়ে কামারপাড়ায় পথ অবরোধ
১৩ই সেপ্টেম্বর, বালুরঘাটঃ গত প্রায় কয়েকমাস থেকে চলছে বালুরঘাট হিলি ৫১২ নম্বর জাতীয় সরক সম্প্রসারণের কাজ, আর সেই কাজের মধ্যেই জেলার এই গুরুত্বপূর্ণ এই সরক দিয়ে চলছে যানচলাচল। কিন্তু বালুরঘাট থেকে ত্রিমোহিনী প্রায় ২০ কিলোমিটার এই রাস্তার অবস্থা এতোটায় ভয়াবহ আকার ধারন করেছে, যানচলাচল থেকে বিদ্যুৎ পরিষেবা পর্যন্ত ভেঙ্গে পরেছে। রাস্তা দ্রুত কাজের দাবী জানিয়েও কোন কাজ না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা। এরপরে ক্ষিপ্ত বাসিন্দারা শুক্রবার দুপুরে বালুরঘাট হিলি ৫১২ নম্বর জাতীয় সরক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভে দীর্ঘক্ষণ বন্ধ থাকে এই এলাকার যানচলাচল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ক্ষিপ্ত বাসিন্দারের অভিযোগ গত প্রায় ছয় মাসের বেশী সময় ধরে কামারপাড়া এলাকার রাস্তার খুরে দেওয়ায় যান চলাচলের ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রায় সারা দিন বিদ্যুতের কাজ চলায় প্রায় দিন থাকছে না বিদ্যুৎ। বারবার দ্রুত কাজ করার কথা বলা হলেও নিশ্চুপ হয়ে আছে জাতীয় সরক কর্তৃপক্ষ।
পরিস্থিতি বেগতিক বুঝে এলাকায় পৌছায় জাতীয় সরক কর্তৃপক্ষ, তারা রাস্তার সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে। এরপরে জাতীয় সরক কর্তৃপক্ষ থেকে জানানো হয় আগামী তিনদিন দ্রুততার সঙ্গে কাজ করে সম্পূর্ণ করা হবে এই এলাকার জাতীয় সরকের কাজ। আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি, আবার শুরু হয় যান চলাচল।