ছেলে ধরা সন্দেহে এলাকাবাসীর তাড়া খেয়ে পথ দুর্ঘটনায়মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর
ইসলামপুর, ১১ সেপ্টেম্বরঃ ছেলে ধরা সন্দেহে এলাকাবাসীর তাড়া খেয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বিহারের কিষনগঞ্জ জেলার শীতজহারী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় শীতাজহরী এলাকায় বুধবার দুপুরে এক বাইকে তিনজন যুবককে দেখতে পেয়ে স্থানীয়রা ছেলে ধরা সন্দেহে তাড়া করে। ওই বাইক আরোহীরা দুরন্ত গতিতে মোটর সাইকেল পালাবার সময় দুর্ঘটনা গ্রস্থ্য হয়।
কিছুদূর যাবার পর একটি সাইকেল আরোহী সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থলে মৃত হয় এক বাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আকালু মোহাম্মদ (৩০)। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বিহার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।