জাতীয় সড়ক সম্প্রসারণে নিম্নমানের কাজের অভিযোগ, কাজ বন্ধ কর দিল বাসিন্দারা
বালুরঘাট, ১১ সেপ্টেম্বরঃ জাতীয় সড়ক নির্মানে নিম্নমানের কাজের অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে । সিডিউল লুকিয়ে রাতের অন্ধকারে কাজ করায় রাস্তার কাজ বন্ধ করা দিল স্থানীয় বাসিন্দারা সহ পঞ্চায়েত প্রধান । মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখন্ড পঞ্চায়েতের কামারপাড়া এলাকার ঘটনায় শোরগোল ছড়িয়েছে । এদিকে সুযোগ বুঝে কাজের এলাকা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইঁট লুঠ করেছে কিছু বাসিন্দা । বুধবার সকালেও এলাকা থেকে ইঁট সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে বেশকিছু বাসিন্দাকে বলে অভিযোগ । এমন ঘটনায় প্রশ্নের মুখে এন.এইচ. কর্তৃপক্ষ ।
বিষয়টি নিয়ে এদিন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জগন্নাথ সামন্তকে ফোন করা হল তিনি জানিয়েছেছেন, বিষয়টি তাঁর জানা নেই । খোঁজ নিয়ে দেখবেন ।
বালুরঘাট – হিলি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নতুন করে রাস্তা তৈরি সহ কিছু এলাকায় ড্রেনের কাজের দায়িত্ব পেয়েছে নির্দিষ্ট ঠিকাদার সংস্থা । কামারপাড়ার জনবসতি এলাকায় রাস্তার পাশাপাশি নতুন করে ড্রেন তৈরির কাজ চলছিল । বাসিন্দাদের অভিযোগ, সেখানে কোন প্রকার শিডিউল না টাঙ্গিয়ে রাতের অন্ধকারে দায়সারা ভাবে কাজ করা হচ্ছিল । মাটির উপর চলছিল ঢালাই দেওয়ার কাজ । যার প্রতিবাদেই গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই কাজ বন্ধ করে দেন । বাসিন্দাদের সাথে স্থানীয় অমৃতখন্ড পঞ্চায়েত প্রধান মেরিলা মুর্মু নিজেও ওই কাজের প্রতিবাদ করে রাস্তার কাজ বন্ধ করতে দাবী জানান । পরিস্থিতি বুঝে কাজ বন্ধ করা মাত্র এলাকার কিছু বাসিন্দা এলাকায় ড্রেনের প্রচুর ইঁট লুঠ করতে থাকে । রাত ভর কেউ সাইকেল ভ্যান, কেউ বা টোটো আবার কেউ ট্র্যাক্টর করে ওই এলাকা থেকে ইঁট সরিয়ে নিয়ে যান । বুধবার সকাল পর্যন্ত ইঁট সরানো হয় এলাকা থেকে ।
পঙ্কজ মন্ডল নামে এক বাসিন্দা জানিয়েছেন, রাস্তার কাজ নিম্ন মানের হওয়ায় তাঁর তা বন্ধ করে দিয়েছেন ।
পঞ্চায়তে প্রধান মেরিলা মুর্মু জানিয়েছেন, অত্যন্ত নিম্ন মানের কাজ হচ্ছিল । এলাকায় কোন শিডিউল টাঙ্গানো হয়নি । যে কারণেই ওই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । তবে ইঁটের বিষয় তাঁর জানা নেই ।