গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি উডল্যান্ডসে, ‘এখন অনেকটাই স্থিতিশীল’, দেখে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী
৬ই সেপ্টেম্বর, কলকাতা ঃ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। শুক্রবার সন্ধ্যায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আইসিসিইউতে রেখে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কী কী সমস্যা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ওই হাসপাতাল সূত্রে খবর।
পাঁচ জনের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাঁরাই বুদ্ধবাবুর শারীরিক পরিস্থিতির দিকে সর্ব ক্ষণ নজর রাখছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বুদ্ধবাবুর শ্বাসকষ্ট আগের তুলনায় একটু কমেছে। তাঁর শারীরিক পরিস্থিতি একটু স্থিতিশীল।
বুদ্ধবাবুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “ বুদ্ধবাবুর শারীরিক পরিস্থিতি আগের তুলনায় একটু ভাল। তাঁকে রক্ত দিতে হবে। উনি
তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান, এটাই প্রার্থনা করছি।” প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
সিপিএম নেতা মহম্মদ সেলিম টুইট করে বলেন, “বুদ্ধদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অযথা দুশ্চিন্তার কারণ নেই। তাঁর শারীরিক অবস্থা চিকিত্সকদের তত্ত্বাবধানে উন্নতির দিকে।”